এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার
গত ১০ এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ।
এসময় তিনি চট্টগ্রাম মহানগর এলাকার ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, অপর্ণাচরন সিটিকর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও সিএমপি স্কুল এন্ড কলেজ কেন্দ্রসমূহ সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে কমিশনার মহোদয় পরীক্ষার কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি, শিক্ষার্থীদের নিরাপত্তা ও কেন্দ্রের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। পরীক্ষার পূর্বে ও পরে যানজট নিরসন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক কার্যক্রম তদারকি করেন।
এসময় সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।