চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে রিপোর্টার্স ফোরাম আয়োজিত সাংবাদিক ফুটবল টুর্নামেন্টে সাম্পান টিম চ্যাম্পিয়ন হয়েছে।
চরম প্রতিদ্বন্দিতাপূর্ণ ফাইনাল খেলায় কর্ণফুলী টিমকে এক শূন্য গোলে পরাজিত করে সাম্পান দল চ্যাম্পিয়ন হয়। খেলায় একমাত্র গোলটি করেন চ্যানেল আইয়ের রাশেদ।

আজ ৯ ফেব্রুয়ারি রোববার নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে সিআরএফ আয়োজিত সাংবাদিক ফুটবল টুর্নামেন্টে সাম্পান, কর্ণফুলী, হালদাও সাঙ্গু চারটি গ্রুপ পর্যায়ের খেলায় কর্ণফুলী হালদা টিমকে দুই এক গোলে পরাজিত করে ফাইনালে উঠে এবং সাম্পান দল সাঙ্গুকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল উঠে। ফাইনালে সাম্পান টিম কর্ণফুলী ১-০ হারিয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি।
তিনি বলেন, এই পরিবর্তিত পরিস্থিতিতে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) আয়োজন সাংবাদিকদের তাদের দৈনন্দিন পেশাগত চাপের একঘেয়েমিতা কাটিয়ে উজ্জীবিত করতে সহায়তা করবে।
তিনি আরও বলেন, সিআরএফের সার্বিক অগ্রগতিতে সব ধরনের সহায়তা করার প্রতিশ্রুতিসহ সিআরএফকে দশ হাজার টাকা সহায়তার ঘোষণা দেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন দল এবং রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম সভাপতি কাজী আবুল মনসুর অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সি প্লাস টিভি সম্পাদক আলমগীর অপু সাধারণ সম্পাদক সাংবাদিক আলিউর রহমান ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি সাইফুল্লাহ চৌধুরী সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম পারভেজ ফুটবল খেলা পরিচালনা করেন ফিফার প্রাক্তন রেফারি আব্দুল হান্নান মিরন।
বিজয়ী চ্যাম্পিয়ন দল সাম্পান ও রানার্স আপ দলকে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সিআরএফ সাংবাদিক ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠান ও সমাপ্তি করা হয়।
পড়েছেনঃ ৪৮