চট্টগ্রাম নগরের ইপিজেড থানা পুলিশ আকমল আলী বেড়িবাঁধের সামনে থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও ১টি মাইক্রোবাস জব্দ সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর ডিসি ও ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামানের দিক নিদর্শনায় ইপিজেড থানার সাব ইন্সপেক্টর (এস আই) আরিফ এর একটি টহল টিম।
আকমল আলী বেড়িবাঁধের স্লুইচগেটের সামনে পাকা রাস্তার উপর থেকে ১৬৮ বোতল বিদেশি মদ ও ১টি মাইক্রোবাসসহ আসামি মো. সবুজ মিয়া (৪৫)কে গ্রেপ্তার করে।
ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আখতারউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মাদক মামলা দায়ের শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এলাবাসী জানায় আকমলআলী রোড বেঁড়ি বাঁধে রাতের আঁধারে প্রতিনিয়ত চোরা কারবারিদের মাদক বেচাকেনার ঘাঁটি হিসেবে উল্লেখ করে।






