বীর মুক্তিযোদ্ধা মোখতার আহমদের নাগরিক স্মরণসভা ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতিসভা সম্পন্ন

চট্টগ্রাম নগরীতে সাবেক সংসদ সদস্য মোখতার আহমদ নাগরিক স্মরণসভা ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা  অনুষ্ঠানের প্রস্তুতিসভা সম্পন্ন করা হয়েছে।গতকাল ১৫ই  অক্টোবর শনিবার সন্ধ্যায় ৭টায় নগরীর দারুল ফজল মার্কেটস্থ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কার্যালয়ে কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদের সভাপতিত্বে এ প্রস্তুতিসভা আয়োজন করা হয় বলে জানা যায়।

প্রস্তুতি সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ অক্টোবর শনিবার বিকাল ৪টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে মোখতার আহমদ নাগরিক স্মরণসভা ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বলে  প্রস্তুতিসভা অংগ্রহনকারীরা জানিয়েছেন।

জানাযায়, বীর মুক্তিযোদ্ধা ও ষাট দশকের ছাত্র আন্দোলনের তুখোড় ছাত্রনেতা, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোখতার আহমদ ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা মোখতার আহমদ ফাউন্ডেশন কতৃক নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা মোখতার আহমদ নাগরিক স্মরণসভা ও বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনায়  বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ-চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এবং  প্রধান বক্তা হিসেবে  চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

উক্ত প্রস্তুতি সভায়  বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. আবদুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা অসিত সেন, বীর মুক্তিযোদ্ধা সুনীল বিকাশ পাল, চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন কামাল, বিশিষ্ট উপস্থাপক সাহাবউদ্দিন মজুমদার, ফাউন্ডেশনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জে এম ইশতিয়াকুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল ওয়াজেদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান বাবর, সাংস্কৃতিক সংগঠক রুপম মুৎসুদ্দী টিটু, মোহাম্মদ সায়েম, রোজী চৌধুরী, রিপন বড়ুয়া প্রমুখ। প্রস্তুতি সভায় মোজাফফর আহমদ তাঁর বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোখতার আহমদকে একজন সাহসী ও দূরদর্শী রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসেবে অভিহিত করেন এবং আগামী ২১ অক্টোবর অনুষ্ঠেয় নাগরিক স্মরণসভা ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার স্বপক্ষের শক্তির নাগরিকবৃন্দকে উপস্থিত থাকার জন্য  বিশেষভাবে অনুরোধ জানানো হয়।