সাংবাদিকদের সাথে পঞ্চগড় পুলিশ সুপার মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। 
গত ৬ অক্টোবর রোজ শুক্রবার, দুপুর ২.৩০ ঘটিকায় পুলিশ সুপার, পঞ্চগড় জনাব এস, এম, সিরাজুল হুদার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, পঞ্চগড় জেলা পুলিশ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে কাজ করে যাচ্ছে। 
এসময় তিনি সাংবাদিকদের কাছে , জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি,আসন্য শারদীয় দুর্গা পূজো, জঙ্গিবাদ, মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান, সাইবার বুলিং, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধ, যানজট নিরসন, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও বিভিন্ন সমস্যা নিয়ে উম্মুক্ত আলোচনায় অংশ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশিং কার্যক্রমে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।এবং সাংবাদিকদের সংগঠনের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয়কে এমন মতবিনিময় সভা আয়োজন করার জন্য ধন্যবাদ ও শুভেচছা জানান।
উক্ত মতবিনিময় সভায় জেলা প্রশাসক, পঞ্চগড় জনাব মোঃ জহুরুল ইসলাম মহোদয় সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দসহ প্রমূহ উপস্থিত ছিলেন।






