নগরীর ধুপপুল এলাকায় ঠিকানা জানা বিহীন একটি বাচ্চা পাওয়া গিয়েছে- অবিভাবকের সন্ধান করছে বন্দর থানা পুলিশ!

চট্টগ্রাম নগরীরতে অনুমানিক রাত ১ টার সময়  বন্দর থানাধীন ধুপপুল মোড় এলাকায় ঠিকানা জানা বিহীন একটি বাচ্চা পাওয়া গিয়েছে।

এসময় বাচ্চাটিকে ধুপপুল এলাকায় কয়েকটা কুকুর পিছু  ধাওয়া দিলে সে ভয়ে কান্নাকাটি করছিলো। বাচ্চাটির নাম আবু সালেহ মুসা বয়স আনুমানিক ৫ থেকে ৬ বছর।

তার কান্নাকাটি দেখে জুয়েল নামে এলাকার একজন মুদি দোকানি তাকে হেফাজতে নিয়ে রাখে।এবং  এলাকায় মাইকিং করে বাচ্চাটির  অভিভাবকের সন্ধান পাওয়া চেষ্টা চালায়  কিন্তু কোন সুফল না পাওয়ায় বেলা ৩ ঘটিকার সময় নগরীর বন্দর থানায় বাচ্চাটিকে নিয়ে যায়  মুদি দোকানি। থানায় পুলিশ  জিজ্ঞাসাবাদে বাচ্চাটি তার নাম আবু সালেহ মুসা এতটুকু জানায় এবং বলতে পারে।

পরবর্তীতে বন্দর থানা পুলিশ তাদের নিজস্ব  পেইজবুক পেইজে  থানার ডিউটি অফিসারে  যোগাযোগ নাম্বার  01320-052899 দিয়ে  বিস্তারিত লিখে একটি পোস্ট করে।এবং  পোস্টটি বেশি বেশি করে  সবাইকে শেয়ারের করার জন্য অনুরোধ জানানো হয়। যাতে বাচ্চাটির ব্যায়াপারে তাহার পরিবারের নজরে আসে।

তাই বন্দর থানার অফিসার ইনচার্জ  বাচ্চাটিকে  তার অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বেশি বেশি করে এ পোস্টটি শেয়ার -করার অনুরোধ জানিয়েছেন। যোগাযোগ বন্দর থানা ডিউটি অফিসার  01320-052899