চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন লিং রোডে অজ্ঞাত  গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন লিং রোডে অজ্ঞাত  গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

গতকাল আনুমানিক  সন্ধ্যা সাড়ে সাতটার সময় ইপিজেড থানাধীন আকমান আলী রোড বেড়িবাঁধ লিংরোডে এ   দুর্ঘটনার শিকার হন তারা।

জানাযায়, সন্ধ্যা সাড়ে সাত ঘটিকার সময়  চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানাধীন আকমল আলী বেড়িবাধ রোডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে ২ জন মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনার সংবাদ পেয়ে পুলিশ লাশ দুটিকে উদ্ধার করে ইপিজেড থানা হেফাজতে আসেন।নিহতমোঃ সোহেল (৩৪), পিতা- হাসতেম কবির, সাং- ঝালিয়াঘাটা, পো- কাকছিড়া, থানা- পাথর ঘাটা, জেলা- বরগুনা এবং মোঃ ইমরান (১৫), পিতা- মোঃ জাকির হোসেন, সাং- ঝালিয়াঘাটা, পো- কাকছিড়া, থানা- পাথরঘাটা, জেলা- বরগুনা।দুর্ঘটনায় নিহত দুইজনেই  একই উপজেলার বাসিন্দা।