চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন লিং রোডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
গতকাল আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার সময় ইপিজেড থানাধীন আকমান আলী রোড বেড়িবাঁধ লিংরোডে এ দুর্ঘটনার শিকার হন তারা।
জানাযায়, সন্ধ্যা সাড়ে সাত ঘটিকার সময় চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানাধীন আকমল আলী বেড়িবাধ রোডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে ২ জন মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনার সংবাদ পেয়ে পুলিশ লাশ দুটিকে উদ্ধার করে ইপিজেড থানা হেফাজতে আসেন।নিহতমোঃ সোহেল (৩৪), পিতা- হাসতেম কবির, সাং- ঝালিয়াঘাটা, পো- কাকছিড়া, থানা- পাথর ঘাটা, জেলা- বরগুনা এবং মোঃ ইমরান (১৫), পিতা- মোঃ জাকির হোসেন, সাং- ঝালিয়াঘাটা, পো- কাকছিড়া, থানা- পাথরঘাটা, জেলা- বরগুনা।দুর্ঘটনায় নিহত দুইজনেই একই উপজেলার বাসিন্দা।
পড়েছেনঃ ৬৬






