নগরীর বন্দর থানা এলাকায় কলসীদীঘি রোডে কমিশনার বিল্ডিংয়ে পারিবারিক কলহের জেরে গলায় ওড়না ও বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে শাশুড়ি রুমা আক্তার প্রকাশ মঞ্জুরা বেগমকে (৫০) হত্যার অভিযোগে মেয়ের জামাই মো. আজিমকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ১১ সেপ্টেম্বর ১০টার দিকে নগরের ডবলমুরিং থানার সুপারিওয়ালা পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মো. আজিম (৫৩), কর্ণফুলী থানার শিকলবাহা জামালপাড়ার মৃত মো. আলী জোহারের ছেলে।
গত রোববার ১০ সেপ্টেম্বর সকাল ১০ থেকে সন্ধ্যা ৬টায় যেকোন সময়ে গোলাম মোহাম্মদ চৌধুরীর বিল্ডিংয়ের ৪র্থ তলায় ৯ নম্বর রুমে শ্বাশুড়িকে হত্যা করে মেয়ের জামাই আজিম পালিয়ে যায় বলে জানা যায়।
গ্রেফতারকৃত আজিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে শ্বাশুড়িকে হত্যার কথা স্বীকার করে জানায়, শাশুড়ি আমার পরিবারের নানান বিষয় নিয়ে অশান্তি সৃষ্টি করার কারণে পরিকল্পিতভাবে শাশুড়ী কে হত্যা করে।নিহত রুমা আক্তার মনজুরার ছেলে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।






