পঞ্চগড় জেলা পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন কোর্স ১৩তম ব্যাচ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে

পঞ্চগড় জেলা পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন কোর্স ১৩তম ব্যাচ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ৯ সেপ্টেম্বর  শনিবার ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, ঠাকুরগাঁও এর তত্ত্বাবধানে ও জেলা পুলিশ পঞ্চগড়ের আয়োজনে পুলিশ লাইন্স, পঞ্চগড়ে বাংলাদেশ পুলিশের নায়েক, কনস্টেবল’দের এক সপ্তাহ মেয়াদী দক্ষতা উন্নয়ন কোর্স ১৩তম ব্যাচ এর শুভ উদ্বোধন করেন সম্মানিত পুলিশ সুপার, পঞ্চগড়, জনাব এস, এম, সিরাজুল হুদা পিপিএম।

উদ্বোধনী অনুষ্ঠানে  পুলিশ সুপার  বলেন, প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে কোন ব্যক্তির জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা এবং দৃষ্টিভঙ্গীর পরিবর্তন সাধন করা। তিনি আরো বলেন পুলিশ সদস্যদের দক্ষ ও স্মার্ট করে তুলতে প্রশিক্ষণের কোন বিকল্প নেই।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, পঞ্চগড়, জনাব মোঃ আসাদুজ্জামান আসাদ, আর আই পুলিশ লাইন্স, পঞ্চগড় , আরও-১ রিজার্ভ অফিস, পঞ্চগড় সহ প্রশিক্ষণার্থীগণসহ প্রমূহ উপস্থিত ছিলেন।