চট্টগ্রামে আবাসিক হোটেল রেডব্লু ও নূর থেকে ১৮ জনকে আটক করেছে – ইপিজেড থানা পুলিশ  

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায়  অভিযানে চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে আটক করেছে ইপিজেড থানা পুলিশ।

ইপিজেড থানা সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর নগরীর ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং রেডব্লু হোটেল এবং নিউমুরিং হোটেল নূর আবাসিকে অভিযান চালিয়ে  অসামাজিক কাজে লিপ্ত থাকায়  মোঃ আল আমিন শেখ, দুলাল খান, মোঃ ইব্রাহীম, হাছন আলী, মোঃ রাসেল মিয়া, মোঃ হুমায়ুন কবির, সাগর হাওলাদার,রুহুল আমিন, মোঃ শাহ আলম,আকলিমা বেগম,ঝর্না বেগম,সুমি আক্তার,সাবিনা, হালিমা আক্তার,তানিয়া আক্তার,তাহামিনা আক্তার, শাহিনা আক্তার ও মিতু আক্তারকে এ আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ইপিজেড থানার ননএফআইআর প্রসিকিউশন নং- ৯৩, রুজু করে কোর্ট হাজতে প্রেরন করা হয়।