পঞ্চগড় তেঁতুলিয়া মডেল থানা পুলিশে অভিযানে গাঁজা ও হেরোইন সহ দুই জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। 
জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে ৬ সেপ্টেম্বর তেঁতুলিয়া মডেল থানা পুলিশের এস আই আমানুল্লাহ ও তপন কুমার রায় সঙ্গীয় ফোর্সসহ পৃথক পৃথক অভিযানে মাদকদ্রব্য গাঁজা ও হেরোইনসহ দুই জন মাদক ব্যবসায়ী তেঁতুলিয়া থানাধীন ৪ নং শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া বাজারে মো: ওমর আলী (৫০), পিতা- মৃত নহর আলী, সাং- মাঝিপাড়া, থানা-তেঁতুলিয়া, জেলা- পঞ্চগড়কে এবং অপর একটি অভিযানে এ এস আই তপন কুমার রায় ঙ্গীয় অফিসার ফোর্সসহ তেতুলিয়া থানাধীন ৬নং ভজনপুর বাজার হইতে কুখ্যাত মাদক কারবারি ও একাধিক মাদক মামলার আসামী শ্রী সতিশ চন্দ্র সাহা কৈলাস (৩০), পিতা- শ্রী প্রফুল্ল চন্দ্র সাহা, সাং- ভজনপুর (ডাঙ্গী), থানা- তেতুলিয়া, জেলা- পঞ্চগড়কে ৩.৫০ সাড়ে তিন গ্রাম হেরোইন সহ অনুমান ২০.০৫ ঘটিকায় গ্রেফতার করেন।
আটক কৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথকভাবে দুটি মামলা রুজু করা হয়েছে।






