পঞ্চগড়ে দুইশ পিস ইয়াবা সহ ১ জনকে আটক করেছে -তেঁতুলিয়া মডেল থানা পুলিশ

পঞ্চগড় তেঁতুলিয়া মডেল থানা এলাকায়  ২০০ পিস ইয়াবা সহ ১ জন মাদক ব্যবসায়ীকে আট করেছে পুলিশ।

গত ২৯ আগষ্ট  অনুমানিক ১৯.১৫ টার সময়  ২০০ পিস  ইয়াবা ট্যাবলেট সহ শাহাজিদ হোসেন শানজিদ (৩০), পিতা- মৃত ইউসুফ আলী, সাং- দগরবাড়ী, থানা-তেঁতুলিয়া, জেলা- পঞ্চগড়কে গ্রেফতার করা হয়।

জানাযায়, পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার  দিকনির্দেশনায় এবং তেতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব আবু সাঈদ চৌধুরী সাহেবের তত্ত্বাবধানে এস আই, তপন কুমার রায় এর নের্তৃত্বে এস আই, জাহিদুল ইসলাম, এএস আই, ওমর ফারুক, সঙ্গীয় কনস্টেবল মো: তাহমিনুর, শান্ত রায়, মো: ফরিদুল ইসলাম, মো: শামসুদ্দিন ড্রাই কং মো: রবিউল ইসলাম সহ তেঁতুলিয়া মডেল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তেঁতুলিয়া মডেল থানাধীন ২ নং তীর্ণইহাট ইউনিয়নের তীর্ণইহাট বাজারে রাস্তার উপরে আসামী মো: শাহাজিদ হোসেনকে ২০০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে। এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।