ফেনী থেকে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে RAB-7 চট্টগ্রাম

ফেনী জেলার ফেনী মডেল থানাধীন বিসিক মোড় এলাকায় অভিযানে চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

গত ২৮ আগস্ট উক্ত স্থানে অভিযান চালিয়ে  মোঃ কাশেম (৩৫), পিতা- মৃত মনির আহমেদ, সাং- কলাতলী ঝরজরিপাড়া, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার’কে আটক করা হয়।

জানা য়ায,র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে  যে, কতিপয় মাদক ব্যবসায়ী ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ঢাকা টু চট্টগ্রামগামী মহাসড়ক সংলগ্ন বিসিক মোড়স্থ রাস্তার উপর মাদকদ্রব্যসহ গাড়ীতে উঠার জন্য অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামে একটি আভিযানিক দল গত ২৮ আগস্ট উক্ত স্থানে অভিযান চালিয়ে এ মাদক কারবারিকে গ্রেপ্তার করেন।  এসময় তল্লাশী করে আসামীর শনাক্তমতে তার হেফাজতে থাকা ২ টি ব্যাগের ভিতর থেকে  মোট ২০ কেজি গাঁজা  উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।

আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য গাঁজা ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম, কক্সবাজারসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিকমূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। এবং

সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামী মোঃ কাশেমের বিরুদ্ধে কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানায় মোট ১ টি এবং ফেনী জেলার ফেনী মডেল থানায় ১টিসহ মোট ২টি মাদকের মামলা রয়েছে বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।