চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় একটি বাসায় গ্যাস বিস্ফোরণে একজন নিহত হয়েছে আহত একজন।
আজ ২৮ আগষ্ট দিবাগত রাত আনুমানিক ৩. ৩০ ঘটিকার সময় বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ড দক্ষিণ মধ্যম হালিশহর নিশিন্তাপাড়ায় একটি বাসার ৪র্থ তলায় গ্যাস লিকেজ হয়ে এ বিস্ফোরণ হয়।
বিস্ফোরণের কারণে আগুনে ২ দুই ভাড়াটিয়া গুরুতর আহত হন এবং আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে প্রাথমিক চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল খালেক (৬৫), পিতাঃ আব্দুল মোনাফ, গ্রামঃ টিয়ারা, থানাঃ নবীনগর, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া, কে মৃত ঘোষণা করেন।
আহত আনোয়ারা বেগমক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি আগুনে পুড়ে মৃত খালেকের স্ত্রী বলে জানা যায়।
খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।






