চট্টগ্রামে বিভাগীয় আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিভাগীয় আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৭ আগস্ট  নগরীর সার্কিট হাউজে বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রামে আয়োজিত বিভাগীয় আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, বিপিএএ, সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুল আহসান, বিপিএম (বার), এ্যাডিশনাল আইজি (প্রশাসন), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মহোদয়।

জনাব মোঃ তোফায়েল ইসলাম,চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের,  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিএমপি’র পক্ষে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) এবং চট্টগ্রাম রেঞ্জের পক্ষে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি জনাব নুরে আলম মিনা, বিপিএম (বার), পিপিএম মহোদয়।