“শেখ হাসিনার বাংলাদেশ
ক্ষুধা হবে নিরুদ্দেশ “এই স্লোগান নিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারা বাংলাদেশে ৫০ হাজার দরিদ্র পরিবারকে ১৫ টাকা দরে ৬০ কেজি করে চাউল বিতরণ কার্যক্রম চালু হয়েছে। 
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, মাদার অফ হিউম্যানিটি, জননেত্রী শেখ হাসিনা, তারই ধারাবাহিকতার অংশ হিসেবে চট্টগ্রাম জেলা বাঁশখালী উপজেলার ২নং সাধনপুর ইউনিয়নের ৮০৯ জন হতদরিদ্র পরিবারের মাঝে চাউল বিতরণের শুভ উদ্বোধন করা হয়।
আজ মঙ্গলবার ২২ আগষ্ট সুমাইয়া নাজনীন জেলা খাদ্য নিয়ন্ত্রক চট্টগ্রাম এর উপস্থিতিতে হতদরিদ্র পরিবারের মাঝে চাউল বিতরণ উদ্বোধনী অনুষ্ঠান সূচিত হয়। 
বিতরণকালে এসময় সেখানে জনাব মোহাম্মদ জহিরুল হক উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাঁশখালী। মোহাম্মদ দেলোয়ার হোসেন ইউপি সদস্য ৪ নং ওয়ার্ড সাধনপুর ইউনিয়ন পরিষদ, দীপ্তি দাশ ইউপি সদস্যা ৪.৫.৬. সাধনপুর ইউনিয়ন পরিষদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






