রাজশাহী রাজশাহী পুটিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ছয় মাদককারবারীকে গ্রেফতার করেছে রাজশাহী ডিবি পুলিশ।
জানা যায়, পুলিশ সুপার, রাজশাহী জনাব মোঃ সাইফুর রহমান নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর তত্ত্বাবধানে ওসি ডিবি জনাব মোঃ আব্দুল হাই এর নেতৃত্বে তাদের গ্রেপ্তার করা। আজ ২২ আগষ্ট রাতে অভিযান চালিয়ে রাজশাহী ডিবি টীম পুঠিয়া থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ জিয়ারুল (৫০) পিতা-মৃত-শমসের সাং বানেশ্বর মোঃ সমেজ (৫৫) পিতা-মৃত জুলু সাং নামাজগ্রাম মোঃ মাইনুল (৩৫) পিতা- মকবুল সাং-বানেশ্বর পূর্বপাড়া মোঃ ইদ্রিশ আলী বয়ান (৫০) পিং-আকালু সাং-থান্দারপাড়া মোঃ জাকির (২৫) পিতা-মোঃ আবুল কাশেম সাং-নামাজগ্রাম ও মোছাঃ কাজলী (৩০) স্বামী-লিটন জোয়ারদ্দার সাং-বানেশ্বর পূর্বপাড়া পুঠিয়াকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিরুদ্ধে সংশ্লিষ্টতা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।






