সাংবাদিক আজাদ তালুকদার মৃত্যুতে – তথ্য সম্প্রচার মন্ত্রী শোক

সাংবাদিক আজাদ তালুকদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ এমপি।

বিশিষ্ট সাংবাদিক লেখকও গবেষক একুশে পত্রিকার সম্পাদক, আজাদ তালুকদারের  মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ এমপি।মন্ত্রী এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামানা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সাংবাদিক আজাদ তালুকদার  বুধবার ২ই আগষ্ট  রাত ৩.৪৫ মিনিটে ঢাকা বিআরবি হাসপাতালে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তাহার বয়স হয়েছিল ৪৫ বছর।তিনি চট্টগ্রামের সাংবাদিক ইউনিয়ন সিইউজের সদস্য। মরহুমের জানাজা আজ দুপুর ২:৩০ মিনিটে  চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে।