জাতীয় মৎস্য পদক পেলেন চট্টগ্রাম রাঙ্গুনিয়ার উপজেলার এরশাদ মাহমুদ
জাতীয় পর্যায়ে মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় মৎস্য পদক–২০২৩ পেয়েছেন রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া সুখবিলাস ফিসারিজ এন্ড প্লান্টেশনের চেয়ারম্যান এরশাদ মাহমুদ।
আজ মঙ্গলবার ২৫ জুলাই ঢাকায় ওসমানি স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির হাত থেকে আনুষ্ঠানিকভাবে এ পদক গ্রহণ করেন তিনি।
সফল খামারি এরশাদ মাহমুদ এর আগেও ২০১৩ সালে জাতীয় মৎস্য পদক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছিলেন তিনি।
পড়েছেনঃ ১৩১






