চট্টগ্রাম নগরীতে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ ১০ জুয়াড়িকে আটক করেছে বন্দর থানা পুলিশ

চট্টগ্রাম নগরীর বন্দর থানার অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম নগরীর  বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব শাকিলা সোলতানা সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব শেখ শরিফুজ্জামান এর তত্ত্বাবধানে, বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব সঞ্জয় কুমার সিনহার নেতৃত্বে, এস আই মোঃ ফয়সাল সরোয়ার ও সংগীয় অফিসার ফোর্সেসহ ১৫ জুলাই  বন্দর থানাধীন রাজ্জাকের চায়ের দোকানের পার্শ্বে মনির কলোনী থেকে জুয়াড়ি  মোঃ মারুফুর রহমান মিলন, মোঃ মিজানুর রহমান, মোঃ আলমগীর, মনির আহমেদ, মোঃ ইয়াছিন, মোঃ রনি, মোঃ ফয়সাল, জালাল শেখ, রমজান জমাদ্দার ও মোঃ আনিজুল শেখকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ আটক করেন।

বন্দরথানা সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে অধর্তব্য মামলানং-১৪৯,তারিখ-১৬/০৭/২০২৩ খ্রিঃ রুজু করে আসামিদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়।