অসহায় শিশু রাব্বির দায়িত্ব নিলেন মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 

অসহায় শিশু রাব্বির দায়িত্ব নিলেন মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীর মতো ১০ টাকায় টিকিট কেটে চোখের চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করার সময় ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা শিশু ছোট্ট রাব্বির দিকে চোখ পড়ে প্রধানমন্ত্রীর। তাঁর দিকে তিনি এগিয়ে যান, পরম মমতায় আদর করেন শিশুটিকে। মমতাময়ী প্রধানমন্ত্রী ছোট্ট রাব্বির কাছে জানতে চান-কী করে সে, কার সঙ্গে হাসপাতালে এসেছে, কোন ক্লাসে পড়ে।
এ সময় প্রধানমন্ত্রী ছোট্ট রাব্বির কথা শুনে আবেগাপ্লুত হন। তিনি রাব্বির দায়িত্ব নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।