মহানগর গোয়েন্দা বন্দর ও পশ্চিম বিভাগের অভিযানে একটি ট্রাকে দুই হাজার ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৬ জুলাই গোয়েন্দা বন্দর ও পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আলী হোসেন সার্বিক দিক-নিদের্শনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ সামীম কবীর ও সহকারী পুলিশ কমিশনার কাজী মোঃ তারেক আজিজ এর তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ কেপায়েত উল্লাহ পিপিএম এর নেতৃত্বে, এসআই (নিঃ) মোহাম্মদ মহসিন উদ্দীন রুবেল, এসআই (নিঃ) মোঃ কামরুল হুদা, এএসআই নুরুল ইসলাম, এএসআই তাপস কান্তি দাশ, এএসআই সুজন চন্দ্র রায় সঙ্গীয় ফোর্সসহ চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন ফুলকলি এলাকাস্থ চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের পশ্চিম পাশে জাহাঙ্গীর মিস্ত্রীর গ্যারেজের সামনে রাস্তার উপর থেকে ২৫২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১টি ট্রাকসহ মোঃ লিয়াকত আলী বাপ্পারাজ প্রকাশ বাপ্পী এবং মোঃ সলিম উল্ল্যাহ প্রকাশ সেলিমকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিরা উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন মাধ্যমে কমদামে সংগ্রহ করে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রামে নিয়ে আসছিলো মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।






