রাঙ্গামাটি বিলাইছড়িতে জাতির পিতা ও বঙ্গমাতা বালক – বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটির বিলাইছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব (১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনুর্ধ্ব (১৭)-২০২৩ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গত ১৭ জুন  জনাব বীরোত্তম তঞ্চঙ্গ্যা, চেয়ারম্যান উপজেলা পরিষদ বিলাইছড়ি এর সভাপতিত্বে বিলাইছড়ি উপজেলা সদরের দীঘলছড়ি মাঠে এ খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় সেখানে প্রধান অতিথি হিসেবে জনাব বিএ-৭৭০৯ মেজর মোঃ রেজাউর রহমান,পিপিএম,পিএসসি উপ-অধিনায়ক ৩২ বীর বিলাইছড়ি জোনবি, বিশেষ অতিথি হিসেবে জনাব মোহাম্মদ আলমগীর,অফিসার ইনচার্জ বিলাইছড়ি থানা, জনাবা উৎপলা চাকমা,মহিলা ভাইস চেয়ারম্যান বিলাইছড়ি উপজেলা ,জনাব সুনিল কান্তি দেওয়ান,চেয়ারম্যান ০১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ, জনাব রামাচরন (রাসেল)মারমা, চেয়ারম্যান ২নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি বৃন্দসহ প্রমূহ উপস্থিত ছিলেন।

বিকেলে অনুষ্ঠিত খেলায় ২ টি ম্যাচে প্রথম ম্যাচে ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ মহিলা একাদশ ১-০ গোলে ২নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদকে পরাজিত করে এবং দ্বিতীয় ম্যাচ ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ বালক একাদশ ১-০ গোলে ২নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করে এবং খেলা শেষে বিজয়ীদের প্রত্যকে পুরস্কার তুলে দেওয়ার হয়।