চট্টগ্রাম নগরীতে মালিক বিহীন খালি কাভার্ড ভ্যান উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ 

চট্টগ্রাম বন্দর থানা এলাকা হতে একটি পরিত্যাক্ত ও মালিক বিহীন খালি কাভার্ড ভ্যান উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকা হতে চট্টমেট্রো- ট ১১ -৭২৪৩ সিরিয়াল কাভার্ডভ্যানটির বডিতে মেসার্স এস কে জিন্নাত ট্রান্সপোর্ট  ও ট্রেডিং লেখা রাস্তায় মালি বিহীন পরিত্যক্ত অবস্থায় এ গাড়ি  উদ্ধার করে বন্দর থানা পুলিশ।

গাড়ীটির প্রকৃত মালিককে বন্দর থানায় যোগাযোগ করাসহ আইনানুগভাবে জিম্মায় নেওয়ার জন্য বিজ্ঞ আদালতে আবেদন করার জন্য সিএমপির  বন্দর থানাপুলিশের পক্ষ থেকে    অনুরোধ করা হয়েছে।