পঞ্চগড় ডিবি পুলিশের অভিযানে ১শ পিস মাদকদ্রব্য টেপেন্টাডল ট্যাবলেটসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
পুলিশ সুপার, পঞ্চগড় দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা পঞ্চগড়ের তত্ত্বাবধানে ইং ৩০ মে এসআই মোঃ মিজানুর রহমান এর নের্তৃত্বে এএসআই, নয়ন দেবনাথ, এএসআই ওমর ফারুক ও সঙ্গীয় ফোর্সসহ দেবীগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া দেবীগঞ্জ থানাধীন ১ নং চিলাহাটি ইউনিয়নের তেলিপাড়া গ্রামস্থ ভাউলাগঞ্জ আশা অফিসের সামনে ভাউলাগঞ্জ তিন রাস্তার মোড় হইতে তেলিপাড়া গামী পাকা রাস্তার উপর আসামী মোঃ সুলতান হোসেন (৪০),পিতা- মোঃ শাহাজল, সাং- পূর্ব ভাউলাগঞ্জ, থানা- দেবীগঞ্জ, জেলা- পঞ্চগড়কে ১শ (একশত) পিচ মাদকদ্রব্য টেপেন্টাডল ট্যাবলেটসহ সময় ২২.৩০ ঘটিকার সময় গ্রেফতার করে। এ বিষয়ে দেবীগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।
পড়েছেনঃ ৮৭






