চট্টগ্রাম নগরীতে পতেঙ্গা মডেল থানা পুলিশ জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জনকে আটক করেছে

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা মডেল থানার অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ আটক ৮ জনকে আটক করেছে।

গত ২৯ মে নগরীর পতেঙ্গা এলাকার মুন বেকারী গলি নুর মোহাম্মদ বিল্ডিং থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ মো আনোয়ার, মো জুয়েল রানা, মো রনি, মো শামছুল ইসলাম রাজু, মো রাসেল, মো আজাদ, মো শহিদুল ইসলাম ও মো জসীম উদ্দিনকে আটক করেন পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানার অধর্তব্য মামলা নং-৫৮,  রুজু করে  আসামিদের কোর্ট হাজতে প্রেরন করা হয়।