১৯৭১ সালে শেখ রাসেল ও তাঁর ফুফাতো ভাই টিটুর মুক্তি যোদ্ধা সাজের তথ্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা-এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে তথ্য মন্ত্রী হাসান মাহমুদ।
“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর পরিবার ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর বন্দীদশা থেকে মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় সেনারা পাক সেনাদের নিরস্ত্র করে এবং বন্দী করে নিয়ে যায়। সেই পাক সেনাদের রেখে যাওয়া হেলমেট মাথায় দিয়ে এবং মেশিন গান নিশানা করে জাতির পিতার কনিষ্ঠ পুত্র শিশু শেখ রাসেল এবং তাঁর ফুফাতো ভাই মরহুম মোমিনুল হক খোকা’র ছেলে টিটো মুক্তিযোদ্ধা সাজে।” এর মধ্যে ছবিটি সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে। এ ছবি দেখার পর মুক্তি যোদ্ধা স্বপক্ষের শক্তির সমর্তকরা উৎসাহিত হয়েছে।
পড়েছেনঃ ৭২






