চট্টগ্রাম নগরীতে নিখোঁজ ছায়েরার সন্ধান চেয়ে- পেইজে পোষ্ট দিয়েছে বন্দর থানা পুলিশ! 

একটি নিখোঁজ সংবাদ পোষ্ট করেছেন বন্দর থানা সিএমপির পুলিশের ফেইজবুক পেইজে।

গতকাল ২৮ মে এ পোস্ট করে  বন্দর থানা পুলিশের পক্ষ থেকে।

পুলিশের পোস্ট সূত্রে জানা যায়,  ছায়েরা খাতুন নামে ১১ বছর বয়সের একটি মেয়ে গত ২৭ মে  সকাল ৮ ঘটিকার সময়  বন্দর থানাধীন ধুমপাড়া সাগরপাড় তাহার বর্তমান বাসা হইতে বের হয়ে আর ফেরত আসেনি। মেয়েটির কোন ব্যাক্তি খোঁজ পেলে, সিএমপির বন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা কর্তব্যরত যে কোন পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে। যাতে করে মেয়েটিকে তাহার নিজ পরিবারের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হয়। এ অনুরোধ চেয়ে আপনি এবং আপনাদের সহযোগিতা একান্ত কাম্য এবং কামনার আশাব্যাক্ত করেছেন সিএমপির বন্দর থানা পুলিশ।