চট্টগ্রাম নগরীর বন্দর ও পশ্চিম বিভাগের অভিযানে ১টি বিদেশি পিস্তলসহ আরমান কবির নামক এক ব্যাক্তি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের অভিযানে ১টি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন, ৬ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড শটগানের কার্তুজসহ একজনকে আটক করেছে। মহানগর গোয়েন্দা বন্দর ও পশ্চিম  উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আলী হোসেন  সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব সামীম কবির ও সহকারী পুলিশ কমিশনার জনাব কাজী মোঃ তারেক আজিজের তত্বাবধানে, পুলিশ পরিদর্শক জনাব মোঃ মোক্তার হোসেন এর নেতৃত্বে, এস আই আলাউদ্দিন, এসআই  মোঃ জাহিদুল করিম, এএসআই  তাজুল ইসলাম, এএসআই শিবু মজুমদার, এএসআই,  মোঃ আলমগীর হোসেন, এএসআই  মোঃ নুরে আলম সঙ্গীয় ফোর্সসহ ২৮ মে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর আকবরশাহ থানাধীন সিটি গেইটস্থ ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করে মোঃ আরমান গণিকে ১টি বিদেশি পিস্তল, ২ টি ম্যাগাজিন, ৬ রাউন্ড পিস্তলের গুলি ও ২ রাউন্ড শটগানের কার্তুজসহ গ্রেফতার করেন।

প্রাথমিক  তদন্তে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি কুমিল্লা থেকে উল্লিখিত অস্ত্র ও গুলি ক্রয় করে চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাটস্থ নিজ বাসায় নিয়ে যাচ্ছিলেন।