জেলা পুলিশ, পঞ্চগড়ের বার্ষিক পুলিশ সমাবেশ- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে 

জেলা পুলিশ, পঞ্চগড়ের বার্ষিক পুলিশ সমাবেশ- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

গত ২৬মে রোজ শুক্রবার জেলা পুলিশ, পঞ্চগড়ের আয়োজনে হিমালয় ফান পার্ক পঞ্চগড়ে বার্ষিক পুলিশ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান- ২০২৩ অনুষ্ঠিত হয়।

উক্ত পুলিশ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক সভানেত্রী , রংপুর রেঞ্জ, রংপুর জনাব জেসমিন মাহমুদ।
বার্ষিক পুলিশ সমাবেশ শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয়কে জেলা পুলিশ ও পুনাক পঞ্চগড়ের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার, পঞ্চগড়, জনাব এস,এম, সিরাজুল হুদা, পিপিএম ও , পুনাক সভানেত্রী, পঞ্চগড়, জনাব মনিরা ইয়াসমিন আঁখি।
পুলিশ সমাবেশে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতামূলক ইভেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং  ইভেন্টে প্রতিযোগিদের অংশগ্রহণে মাধ্যমে বিজয়ীদের নির্বাচিত করা হয়।

পুলিশ সমাবেশে বিভিন্ন প্রতিযোগীতার পাশাপাশি  দুপুরে প্রীতি মধ্যাহ্ন ভোজে আয়োজন করা হয়।

আমন্ত্রিত  অতিথিবৃন্দ এবং জেলা পুলিশের সদস্য ও পরিবারবৃন্দ অংশগ্রহণ করেন। মধ্যাহ্ন ভোজ শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত সহ   প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্যে দিয়ে  অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন।

পুলিশ সমাবেশে  উপস্থিত ছিলেন পুনাক সভানেত্রী, পঞ্চগড়, জনাব মনিরা ইয়াসমিন আঁখি, সহ-সভাপতি শাহনাজ সিগমা, সহ-সভাপতি রিতু ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) জনাব এস. এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ রাকিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) জনাব মোছাঃ রুনা লায়লা, জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও তাদের পরিবারবর্গ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সিভিল স্টাফবৃন্দ সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ।