চট্টগ্রাম নগরীতে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ- মামলার এক আসামিকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ

চট্টগ্রাম নগরীতে নারী ধর্ষণের মামলার ১ আসামিকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।

চট্টগ্রাম নগরীর বন্দর থানা অফিসার ইনচার্জ জনাব সঞ্জয় কুমার সিনহার নেতৃত্বে, এসআই মোঃ আব্দুল্লাহ আল নোমান ও সংগীয় ফোর্সসহ গত ২৫ মে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বন্দর থানাধীন মধ্যম গোসাইলডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে গাজী মোঃ হানিফ নামক এক ব্যাক্তিকে ধর্ষণ মামলায়  আটক করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায,  গাজী মোঃ হানিফ (৫১) এর সাথে গত ২ মাস পূর্বে ভিকটিমের মোবাইল ফোনে পরিচয় হয় এবং সে নিজেকে নাছির (৩০) নামে পরিচয় দেয়। এক পর্যায়ে বিবাদি বাদির সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তাকে বিবাহের প্রস্তাব দেয়। ভিকটিম সরল বিশ্বাসে বিবাদির বিবাহের প্রস্তাবে রাজি হলে বিবাদি ভিকটিমকে চট্টগ্রাম শহরে আসার জন্য অনুরোধ করেন। বিবাদী হানিফের কথামত ভিকটিম কিশোরগঞ্জ জেলা শহর থেকে বাসযোগে গত ২৪ মে  চট্টগ্রাম শহরের ইপিজেড থানাধীন নারিকেল তলায় আসেন এবং  বাস থেকে নামার পর হানিফ  ভিকটিমকে তার বর্তমান বাসায় নিয়ে যায়।

ভিকটিম নাছিরের বিষয়ে বিবাদিকে জিজ্ঞেস করলে সে চাকরির কাজে ব্যস্ত আছে, তাই পরের দিন সকালে আসবে মর্মে জানায়। পরের দিন ২৫ মে রাত অনুমানিক দুই ঘটিকার সময় বিবাদি তার বর্তমান বাসায় ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিম বাদি হয়ে সিএমপি বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এবং উক্ত ঘটনায় আসামিকে গ্রেফতার দেখিয়ে কোর্ট হাজতে প্রেরনকরে।