চট্টগ্রাম নগরীতে ফেইসবুকের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে চাঁদা আদায় চক্রের ৪ সদস্যকে আটক করেছে ডবলমুরিং থানা পুলিশ  

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা পুলিশের অভিযানে ফেইসবুকের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে চাঁদা আদায় চক্রের ৪ সদস্য গ্রেফতার করেছে।

এসময় তাদের কাছ থেকে ১টি মোবাইল, ১টি সিমসহ নগদ ১৯০০ টাকা উদ্ধার করে।

গত ২৪ মে  রাত অনুমান ৮.৩০ টা হতে ১০.৩০ ঘটিকার  সময়ে ডবলমুরিং মডেল থানাধীন পুলিশ  আগ্রাবাদ দামুয়া পুকুরপাড়স্থ সাইফুলের বিল্ডিং এর ৪র্থ তলার ১নং রুমে থেকে  ফেইসবুকের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে চাঁদা আদায় চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামি মোঃ সাইফুল ইসলাম, মোঃ জাহিদ হোসেন, মোঃ হৃদয় ও জান্নাতুল নাইমা সামিরা মিলে  মোঃ জনি আকবর নামের এক ব্যাক্তি থেকে  অন্যায়ভাবে আটক করিয়া  মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে ১টি মোবাইল ফোনসহ নগদ  ১৪,০০০ টাকা জোরপূর্বক  আদায় করে নিয়ে যায়।

উক্ত ঘটনার সংবাদ পেয়ে  ডবলমুরিং থানার এসআই টিকলু কুমার পাল, এসআই মো: শাহনেওয়াজ, এএসআই রুবেল বড়ুয়া, এএসআই কাজী সাইফুল ইসলাম, এএসআই মোঃ সাদ্দাম হোসেন, এএসআই মোঃ বেলায়েত হোসেন শাহেদ, এএসআই মোঃ রাসেল ২৫ মে নগরীর ডবলমুরিং থানাধীন দামুয়া পুকুরপাড়ে অভিযান পরিচালনা করে মোঃ সাইফুল ইসলাম, মোঃ জাহিদ হোসেন, মোঃ হৃদয় ও জান্নাতুল নাইমা সামিরাকে ১টি মোবাইল, ১টি সিম, নগদ ১৯শ টাকাসহ আটক করেন। আটক কৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।