চট্টগ্রাম নগরীর বন্দর থানা পুলিশের অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ৬ জনকে আটক করেছে। 
নগরীর বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব শাকিলা সোলতানা সার্বিক দিক নির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনার জনাব মাহমুদুল হাসান এর তত্ত্বাবধানে, বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব সঞ্জয় কুমার সিনহার নেতৃত্বে, দক্ষিণ মধ্যম হালিশহর পুলিশ ফাঁড়ির( আইসি) এসআই মোঃ ফয়সাল সরোয়ার সংগীয় ফোর্সসহ ২৫, ২৬মে নগরীর বন্দর থানাধীন ২ নং সাইট, ব্রীক ফিল্ড ও টেকের মোড়ে এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে গোপনে অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগে ছয়জনকে আটক করে।
উক্ত অভিযানে অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে মোঃ আব্বাস, পারভীন আক্তার, মোঃ হাসনাইন, মোঃ মামুন, পারভীন বেগম ও ফাতেমা আক্তারসহ ছয়জনে গ্রেফতার করেন বন্দর থানার পুলিশ।
আটক কৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বন্দর পতেঙ্গা বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন দিন ধরে গোপনে এ অসামাজিক কার্যকলাপ চালাতেন বলে জানায়।
সংশ্লিষ্ট থানা সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে ২৬ মে বন্দর থানা অধর্তব্য মামলা নং-১১৭, ২০২৩ এবং অধর্তব্য মামলা নং-১১৮, ২০২৩, রুজু করে আসামিদের কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।






