বাবুল ভাইয়ের কাছে নিজেকে ঋণী মনে করে অভিমত ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিইপিজেড বেপজা সিকিউরিটি কর্মকর্তা আমিরুল ইসলাম!

গতকাল ২৪ মে বুধবার ব্যাক্তিগত ফেইসবুক আইডিতে হৃদয়ের এ অনুভূতির কথা গুলো প্রকাশ করেন তিনি।
তিনি সহানুভূতির ভাব প্রকাশ করতে গিয়ে ফেইসবুক আইডিতে লিখেছেন! ” আমি তো ভাল আছি তুমি ভাল আছ নি মস্তান ” সহানুভূতির দৃষ্টিতে তিনি হৃদয়ের অনুভূতির জাগ্রত করে লিখেন,
জগতের নানা মানুষ নানাভাবে সম্মৃদ্ধ করে আমাদের প্রতিদিনের যাপিত জীবন। “বাবুল ভাই,” ২৫ বছর যাবৎ পেপার বিক্রি করেন চট্টগ্রাম ইপিজেডে।
বিগত প্রায় বিশ বছরে চাকুরীর সুবাদে বেশ কয়েকবার এসেছি এখানে। প্রতিদিন সকালে দেশ বিদেশের নানা খবরের দৈনিক পত্রিকাটি তিনি তুলে দিয়ে যান আমার হাতে, আর আমি সম্মৃদ্ধ হই নানা খবর ও তথ্য ভান্ডারে। আমি কি ঋণী নই, বাবুল ভাইয়ের কাছে?
তাই তো মনে হয় – “বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র” – কবি সুনির্মল বসু।






