চট্টগ্রাম নগরীর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের অভিযানে ১৬ হাজার পিস বয়েস শর্ট প্যান্ট ৭ হাজার পিস গার্লস স্কির্ট ও ১ টি কাভার্ড ভ্যানসহ আটক ২ জনকে আটক করেছে।
চট্টগ্রাম নগরীর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম ) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আলী হোসেন দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব সামীম কবির এর তত্ত্বাবধানে, টিম – ৪১ এর পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২২ মে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাহাড়তলী থানাধীন সিডিএ মার্কেট মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ২৩ হাজার পিস সেলাই করা গার্মেন্টস পণ্য যার মূল্য অনুমান ১১,৫০,০০০ টাকাসহ আশফাত সিদ্দিকী ও মোঃ লোকমান নামক দুই ব্যাক্তিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিরা সাগরিকা রোডস্থ বিএসএ ফ্যাশন লিমিটেড গার্মেন্টস হতে চোরাইভাবে মালামাল বের করে টেরীবাজারস্থ বিভিন্ন ব্যবসায়িদের নিকট দীর্ঘদিন ধরে বিক্রয় করে আসছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিকার উক্তি দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় আটক কৃত ব্যাক্তিদের বিরুদ্ধে আইননানুক ব্যাবস্তা গ্রহন করা হয়েছে।






