পঞ্চগড় ডিবি পুলিশ,১২২ পিচ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য কাঁচের এ্যাম্পুল ইনজেকশন সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা পঞ্চগড়ের তত্ত্বাবধানে ১২ এসআই মিজানুর রহমানের নেতৃত্বে এস আই আসাদুজ্জামান এসআই লিপন কুমার বসাক, এএসআই, নয়ন দেবনাথ, এএসআই ওমর ফারুক ও সঙ্গীয় ফোর্সসহ পঞ্চগড় সদর থানা এলাকায় মাদক দ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে পঞ্চগড় পৌরসভাধীন কায়েতপাড়া গ্রামস্থ পঞ্চগড় -টু -তেতুলিয়া গামী মহাসড়কের পশ্চিম পার্শ্বে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পঞ্চগড় এর পরিত্যক্ত ভবনের সামনে থেকে আসামী শফিকুল ইসলাম মুকুল (৪২) ও অপু (২৯) দুই জনকে এ গ্রেপ্তার করেন।
তাদের হেফাজত থাকা ১২২ পিচ নেশাজাতীয় মাদকদ্রব্য কাঁচের এ্যাম্পুল (ইনজেকশন) উদ্ধার করা হয়। এ বিষয়ে পঞ্চগড় সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।






