চট্টগ্রাম নগরীর বন্দরথানা পুলিশ অস্ত্রসহ ৩ প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় পথচারী লোকজনকে বিভিন্ন কৌশলে ফাঁদে ফেলে, জিম্মি করে রেখে মারধর করিয়া মোবাইলসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতাসহ ৩ জনকে আটক করেছে বন্দর থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, সিএমপি বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব শাকিলা সোলতানা  সার্বিক দিক নির্দেশনায়, বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব সঞ্জয় কুমার সিনহার নেতৃত্বে, এসআই মোঃ ফয়সাল সরোয়ার সংগীয় ফোর্সসহ গত ২৭ এপ্রিল বন্দর থানাধীন ধুমপাড়া সাগরপাড় এলাকায় অভিযান চালিয়ে  মোঃ ফুল মিয়া, মোঃ হাসান শেখ এবং হামিদা আক্তার প্রঃ রুনাকে  আটক করা হয়।

সূত্রে আরও জানাযায়,  মামলার বাদি প্রতিদিনের ন্যায় ভ্যান গাড়িযোগে কসমেটিক্স বিক্রি করে জীবিকা নির্বাহ করার উদ্দেশ্য   ২৭ এপ্রিল বিকাল অনুমান ৫ টার সময় বন্দর থানাধীন কলসিদিঘি রোড কাজি অফিসের পাশে থাকা একটি দোকানে কসমেটিক্স মালামাল ক্রয় করার জন্য যান। কিন্তু দোকানটি বন্ধ থাকায় দোকানের সামনে দাঁড়ালে একজন মহিলা এসে বাদিকে বলে সেও কসমেটিক্স এর ব্যবসা করে, সামনে আরো একটি কসমেটিক্সের দোকান আছে বলে বাদিকে তার সাথে যাওয়ার জন্য বললে বাদি তার সাথে যায়। তারপর  বিকাল অনুমানিক ৫.১৫ ঘটিকার সময় মহিলা একটি গলির ভিতরে নিয়ে মোবাইলে অজ্ঞাতানামা কারো সাথে কথা বলে দ্রুত সেখানে যেতে বলে।

তাৎক্ষণিকভাবে উক্ত স্থানে মোঃ ফুল মিয়া ও মোঃ হাসান শেখ গিয়ে রুমের সিটকানি ভিতর থেকে লাগিয়ে দিয়ে হাতে থাকা ছুরি ও খুর দেখিয়ে ভিকটিমকে ভয়ভীতি প্রদান করে এবং  চড়-থাপ্পড় দিয়ে সাথে থাকা নগদ ২,৫০০-টাকা, ব্যবহৃত রেডমি-১১ মোবাইল সেট ও হাতে থাকা ব্রেসলেট জোরপূর্বক ছিনিয়ে নেয়।

বাদির নিকট থেকে উপর্যুক্ত মালামাল নেওয়ার পরও আরো ২০,০০০ টাকা দাবি করে এবং বলে ২০,০০০ টাকা দিলে তার নিকট থেকে নেওয়া মোবাইল ফেরত দিবে। প্রতারকচক্রের দাবিকৃত টাকা নিয়ে ১ ঘণ্টার মধ্যে তাদের কাছে একা যেতে বলে বাদিকে মাগরিবের নামাজের পর সন্ধ্যা অনুমান ৬.৩ ঘটিকায় সময় ধাক্কা দিয়ে রুম হতে বের করে দেয় এবং পরবর্তীতে বাদি রিক্সা নিয়ে তার বর্তমান ঠিকানার বাসায় চলে যায়। পথিমধ্যে পতেঙ্গা থানার বাদির এক পরিচিত পুলিশের সাথে দেখা হয় এবং তাকে ঘটনার বিষয়ে অবহিত করলে তিনি বাদির কাছ থেকে ঘটনা শুনে বন্দর থানায় সংবাদ দিলে বন্দর থানার টহলরত পুলিশ ঘটনাস্থল এলাকায় অভিযান পরিচালনা করে বন্দর থানাধীন ধুমপাড়া সাগরপাড়, কমিশনার গলিস্থ শামীম স্টোর নামক দোকানের সামনে রাস্তার উপর থেকে বাদির শনাক্তমতে তাদেরকে গ্রেফতার করেন।

গ্রেপ্তার করার সময় তাদেরকাছ থেকে ১টি টিপ ছোরা, ১টি রেডমি-১১ মোবাইল সেট,  ১টি ব্রেসলেট ১ টি খুর ও  নগদ দুই হাজার পাঁচ শত টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার প্রক্রিয়াদীন রয়েছে বলে সূত্রেজানা যায়।