দ্বীন ধর্ম এর সাথে থাকাফা (সংস্কৃতি) এর পার্থক্য আছে মন্তব্য- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

দ্বীন ধর্ম এর সাথে থাকাফা (সংস্কৃতি) এর পার্থক্য আছে বলে এক মন্তব্য  জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনিআরও বলেন, দ্বীনে ইসলাম একটি ধর্ম, বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই ধর্ম আমরা পালন করি। দ্বীন বা ধর্মের কিছু সংস্কৃতি তৈরি হয়, সেগুলো আমাদের মধ্যে যারা মুসলমান তারা পালন করেন। কিন্তু বাঙালী জাতি হিসেবে আমাদের যে সংস্কৃতি আছে, যে রীতিনীতিগুলো পালন বা উদযাপন করে আমরা সংস্কৃতিতে পরিনত করেছি, সেগুলো পালন করলে ঈমানের সাথে সাংঘর্ষিক হওয়ার কোনো কারন নেই! যারা দ্বীন আর থাকাফা মিলিয়ে সংঘাত করতে চায়, তারাই ইসলামের শত্রু! দ্বীনের শত্রু! ঈমানদার মুসলমানের ঈমান বাঙালি সংস্কৃতি উদযাপন বা পালনে দূর্বল হয় না। যাদের দূর্বল হয়, তারা নানান অপকর্মে লিপ্ত এবং সেই দুর্বলতা থেকেই বাঙালি সংস্কৃতিকে ইসলামী করণের চেষ্টা করে এরা। এদের প্রতিহত করতে হবে। এরা বাংলাদেশকে আফগানিস্তানের তালেবান শাসনে নিয়ে যেতে চায়। এদের সহযোগিতায় ইদানীং যুক্ত হয়েছে কিছু পশ্চিমা ইন্ধনদাতাও। ধর্মীয় স্বাধীনতা চর্চার নামে এই সাম্প্রদায়িক গোষ্ঠীগুলোকে প্রশ্রয়ও দিচ্ছে এই বিদেশি শক্তি। তাই দ্বীন প্রিয় মানুষ, বাঙালি সংস্কৃতি চর্চার আমরা বেশিরভাগ জনগোষ্ঠী, সবাইকে এক হতে হবে।

ঐক্যের মঙ্গল শোভাযাত্রা শুভ হোক। বাংলাদেশের প্রচলিত এবং প্রাচীন সকল সংস্কৃতি এবং রীতিনীতির বিজয় হোক। দ্বীনের সাথে সংস্কৃতির ফ্যাসাদ লাগানো গোষ্ঠীর পরাজয় হোক!
জয় বাংলা!