বাংলাদেশের মানুষের আশাভরসার প্রতীক, বঙ্ববন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনাকে স্বরিবারে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। 
বাংলা নববর্ষের এই শুভক্ষণে তাঁহার পদধুলি নিতে আজ পরিবার নিয়ে গণভবনে যাওয়ার সুযোগ হয় বলে জানায় শিক্ষা উপমন্ত্রী।
ব্যারিস্টার নওফেল বলে, দেশ নিয়ে দেশের মানুষের জীবনের মানোন্নয়নে ব্যস্ত প্রিয় নেত্রীর প্রতিটি ক্ষন ও এই ব্যস্ততার মাঝেও তিনি তার স্নেহময় কিছু সময় আমার দুই কন্যা আর স্ত্রীকে দিয়েছেন, এর জন্য চিরকৃতজ্ঞ জানিয়ে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিন, প্রিয় নেত্রীকে সুস্থ রাখুন, নিরাপদে রাখাসহ শতায়ু করার জন্য আল্লাহর নিকট আবেদন করেন। 
শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, এই সুযোগে আজ গনভবনের উঠোনে গড়ে তোলা নেত্রীর চমৎকার বাগানটিও দেখার সৌভাগ্য হয়। ধান, সরিষা, মধু, লাউ, আখ, টমেটো, আরো অনেক কিছু চাষ করা হয় সেখানে, একটি পরিপূর্ণ খামার গড়ে তুলেছেন তিনি। দেশের মানুষকে পতিত জমিতে কৃষি কাজে মনোযোগ দিতে বলেছেন এবং নিজেও সেটি বাস্তবায়ন করছেন।






