চট্টগ্রাম নগরীর বন্দর থানায় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে  স্বর্ণের চেইন ও ২টি টিপছোরাসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

গত ১৪ এপ্রিল  চট্টগ্রাম  বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব শাকিলা সোলতানা দিকনির্দেশনায়  বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব সঞ্জয় কুমার সিনহার নেতৃত্বে, এসআই হাসান আলী সংগীয় ফোর্সের সহায়তায় এ আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, চট্টগ্রাম মহানগরীর  বন্দর থানাধীন এলাকায়  সল্টগোলাস্থ ৫ নং জেটি গেইটের এলাকায় অভিযান চালিয়ে   ১টি ছিনতাইকৃত স্বর্ণের চেইন ও ছিনতাই কাজে ব্যবহৃত ২টি টিপছোরাসহ তাজুল ইসলাম অপু ও মোঃ ফয়সাল প্রকাশ (ইমন আহমেদ) নামে  দুইজন ছিনতাই কারীকে  আটক করি।

আটককৃতরা আাসামিরা  বাদির গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে জোর পূর্বক ছিনিয়ে নিয়ে বাদিকে ধাক্কা দিয়ে একসাথে গাড়ী থেকে দ্রুত নেমে দৌঁড় দেয়। বাদি ও তার স্বামী গাড়ী থেকে নেমে ছিনতাইকারী বলে চিৎকার দিয়ে তাদের পিছু ধাওয়া করলে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাদের আটক করে।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত মোঃ ফয়সাল প্রঃ ইমন আহমেদ সিএমপির ডবলমুরিং থানার মামলা নং-১৪, তারিখ-২২-০৩-২০২৩ ইং, ধারা-আইন-শৃংখলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন-২০০২ এর ৪/৫ সংক্রান্তে গ্রেফতার হয়ে বিজ্ঞ আদালত থেকে ১৪ এপ্রিল  জামিনে এসে রাতেই তার সহযোগীকে নিয়ে উক্ত ছিনতাইয়ের ঘটনা সংঘটিত করেছে বলে সূত্রে জানা যায়।