চট্টগ্রাম নগরীতে অভিযানে চালিয়ে চোরাইকৃত মোটর সাইকেলসহ দুই চোর চক্রেকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।
আজ মঙ্গলবার ১১ এপ্রিল নগরীর বন্দর থানাধীন আনন্দ বাজার বেড়ীবাঁধ লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাইকৃত পালসার মোটর সাইকেল যাহার রেজিঃ নং-চট্টমেট্রো- ল-১১-৮৭৩৭ সহ মোঃ জাবেদ ও মোঃ রনিকে আটক করে।
থানা সূত্রে জানা যায, সিএমপি বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব শাকিলা সোলতানার সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব শেখ শরিফুজ্জামান ও সহকারী পুলিশ কমিশনার জনাব মাহমুদুল হাসান এর তত্ত্বাবধানে, বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব সঞ্জয় কুমার সিনহার নেতৃত্বে, দক্ষিণ মধ্যম হালিশহ পুলিশ ফাঁড়ির (আইসি) এসআই ফয়সাল সরোযার সংগীয় ফোর্সসহ নগরীর বন্দর থানাধীন আনন্দ বাজার বেড়ীবাঁধ লিংক রোড এলাকায় অভিযান পরিচালনা করে চোরাইকৃত পালসার মোটর সাইকেলসহ মোঃ জাবেদ ও মোঃ রনিকে এ আটক করা হয়।
আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।






