চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকা থেকে গাঁজাসহ এক ও সাজা ভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে ইপিজেড থানা পুলিশ

চট্টগ্রাম নগরীরতে ইপিজেড থানা  এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানা সাজা ভুক্ত চারজন ও দুই কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে সিইপিজেড থানা পুলিশ।

গত ১০ ও ১১ই এপ্রিল দিবাগত রাত অনুমান ২৩.৩০ ঘটিকা হইতে  ২৩.৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ বিল্লাল হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে ইপিজেড থানাধীন আকমল আলী বেড়িঁবাধ সংলগ্ন বালুর মাঠ আনিছুর রহমান এর চায়ের দোকানের দক্ষিন পার্শ্বে বালুর মাঠের উপর হইতে ২ কেজিগাঁজাসহ একজনকে উপর দিকে অন্য একটি অভিযানে দীর্ঘদিন পালিয়ে থাকা  সিআর পরোয়ানা সাজা ভুক্ত চার জনকে গ্রেফতার করে।

গাঁজাসহ গ্রেপ্তারকৃত মোঃ আলামিন (২৮) চৌকিধরা, কালি বাড়ী, থানা-কেন্দুয়া, নেত্রকোনা জেলা  বর্তমানে- আকমল আলী খালপাড়, চৌধুরী বিল্ডিং এর নিচ তলা, থানা-ইপিজেড, চট্টগ্রাম পিতা-নুরু মিয়া, মাতা-সুফিয়া বেগম এর ছেলে।  গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার তদন্ত কর্মকর্তা  নুরুজ্জামান বলেন, ডিসি মহোদয়ের দিকনির্দেশনায় ও ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে আমরা মাদক, ছিনতাই-ও ডাকাতি বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি।

থানা সূত্রে জানাযায়, গাঁজাসহ  গ্রেপ্তারকৃত আলামিন বাহির থেকে কমদামে গাঁজার ক্রয় করে নগরীর বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করিত এবং গ্রেফতারকৃত অন্য চার  সিআর পরোয়ানা সাজা ভুক্ত আসামি নাঈম উদ্দিন প্রকাশ (নাঈম),  কামাল উদ্দিন  মোঃ কামাল উদ্দিন, মোঃ ইসমাইল জবিহ উল্লাহদ্বয় পুলিশের গ্রেফতার এড়াতে  দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল।

গাঁজাসহ গ্রেপ্তারকৃত আল আমিনের বিরুদ্ধে সিইপিজেড থানায় মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ আইন, ২০১৮  মামলা নং- ৮, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) একটি নিয়মিত মামলা রুজু করে  সিআর পরোয়ানা সাজা ভুক্ত চার আসামিসহ পাঁচজনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।