পঞ্চগড়ে মাত্র ১২ঘণ্টার মধ্যে অটোভ্যান উদ্ধারসহ অপহরণকারী গ্রেফতার করেছে পুলিশ

মাত্র ১২ ঘণ্টার মধ্যে অপহরণকৃত অটোভ্যান উদ্ধারসহ ৪ অপহরণকারী গ্রেপ্তার করেছে বোদা থানা পুলিশ।

গত কাল ১০ এপ্রিল  রাত্রি .৩০ ঘটিকার সময় বাদী- মোসা আরজিনা বেগম (৩০), স্বামী- মোঃ সিরাজুল ইসলাম, গ্রাম- বিউটি পাড়া, থানা- বোদা, জেলা- পঞ্চগড়, থানা হাজির হইয়া অজ্ঞাতনামা অপহরণকারীদের নামে থানায় এজাহার দায়ের করেন যে, তার স্বামীকে ব্যাটারি চালিত অটো ভ্যান সহ কে বা কাহারা অপহরণ করিয়া নিয়ে যায় এবং অপহরণ করিয়া চাঁদা দাবি করে।

বাদীর এ অভিযোগের ভিত্তিতে বোদা থানার মামলা নং ৫, তারিখ- ১০/০৪/২০২৩ রুজু করিয়া পুলিশ সুপার দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ বোদা থানার নেতৃত্বে এসআই আবু বক্কর সিদ্দিক,এসআই বদিউজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া  অটোভ্যানসহ   সোহেল ইসলাম(২১), পিতাঃ ইসমাইল হোসেন, সবুজ(২২), পিতা আজিজার রহমান ৩। আজিম ইসলাম, পিতা- নবীর ইসলাম, সাং- বানিয়াপাড়া,  মোঃ সামাদ (৩৫), পিতা- আজিজুর রহমান, সাং- খের বাড়ি, সর্ব থানাঃ বোদা, জেলাঃ পঞ্চগড়  ৪ জন আসামী গ্রেপ্তার করে।

সংশ্লিষ্টতা থানা  আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।