গণহত্যা, স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে শিল্পকলায় জেলা প্রশাসক শিশু কিশোরদের নিয়ে অনুষ্ঠান সম্পন্ন

গণহত্যা ও স্বাধীনতা দিবস এবং  জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে শিশু-কিশোরদের   প্রতিযোগিতামূলক বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

২৫শে মার্চ গণহত্যা  ২৬ শে মার্চ স্বাধীনতা  ও  জাতীয় দিবস উদযাপন উপলক্ষে  জেলা প্রশাসন চট্টগ্রাম এর ব্যবস্তাপনায়  শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও  শিশু-কিশোরদের বিভিন্ন  প্রতিযোগিতামূলক এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ সকাল ১০:৩০ মিনিটে শিশু-কিশোরদের শ্রেণীভিত্তিক তিন ভাগে বিভক্ত  চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃতি  এবং শিল্পকলা একাডেমী মিলনায়তনে  গণহত্যা মুক্তিযুদ্ধভিত্তিক  গীতিনাট্যসহ  সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় ২৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

এই বিষয়েই জেলা কালচারাল অফিসার  মুসলেম উদ্দিন বলেন, আজ ২৫ মার্চ ঐতিহাসিক গনহত্যা দিবস এই দিনকে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার জাতীয় গনহত্যা দিবস হিসেবে ঘোষণা করেছেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জেলা প্রশাসকের দিকনির্দেশনা এই গণহত্যা দিবস দিবসের স্মরণে শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করেছি।

উক্ত অনুষ্ঠান শেষে শিল্পকলা  প্রাঙ্গণে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।