পঞ্চগড় আটোয়ারী থানা পুলিশ ১শ২০ পিচ Buprenorphine injection সহ ১ জনকে গ্রেফতার করেছে

পঞ্চগড় আটোয়ারী থানা পুলিশ ১২০ পিচ Buprenorphine injection সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

পুলিশ সুপার, পঞ্চগড়ের সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্যারের তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ আটোয়ারী থানা  নেতৃত্বে আটোয়ারী থানার এসআই দীনবন্ধু রায় সঙ্গীয় অফিসার ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে গত ২৩ মার্চ আটোয়ারী থানাধীন পশ্চিম দারখোর এলাকা হইতে ১২০ পিচ অবৈধ মাদক  Buprenorphine injection সহ আসামী মোঃ আইনুল হক(৫২) পিতা – মৃত সমির উদ্দীন, সাং- দারখোর, থানাঃ আটোয়ারী, জেলাঃ পঞ্চগড়কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতর  বিরুদ্ধে  মাদকের  বিষয়ে আটোয়ারী থানায় মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে  আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।