দ্বীনকে মধ্যযুগীয় প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর হাত থেকে রক্ষা করুন প্রথম রোজা শেষে প্রার্থনা শিক্ষা উপমন্ত্রী

পবিত্র রমজানের প্রথম রোজার শেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার নওফেল হাসান চৌধুরী।

তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আমরা যেনো রমজানে সত্যিকারের “সওম” কায়েম করতে পারি।

রমজান মাস সওমের মাস, সওম এর অর্থ সংযম। অতিমাত্রায় খাদ্য গ্রহণ, অতিরিক্ত ব্যয়, অতিরিক্ত কেনাকাটা এগুলো সওম নয়। সওম এবাদতের অংশ, এবং দানও (যাকাত ও ফিৎরা) এই এবাদতের অংশ। আমরা দান খয়রাত শিক্ষা প্রতিষ্ঠানে, হাসপাতালেও করতে পারি।

আমাদের দেশের বিদ্যালয়গুলো, আলিয়া মাদ্রাসা, এবং হাসপাতালগুলোতে যাকাতের অর্থ গেলে সেগুলোর সেবার মান আরো বাড়বে। দেখা যায় শুধুই এতিমখানা দেখিয়ে এক শ্রেণির প্রতিষ্ঠান এগুলো নিয়ে নেয়।

আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীকে পছন্দ করেননা। দানের সময় এসি লাগানোর জন্যে দান, অপ্রয়োজনীয় টাইলস লাগানোর জন্যে দান, যে প্রতিষ্ঠানের কোনো জবাবদিহিতা নাই, এমন জায়গায় দানের অভ্যাস আমাদের পরিবর্তন করা প্রয়োজন।

মহান আল্লাহ আমাদের আরো হেদায়েত করুন। দ্বীনকে মধ্যযুগীয় প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর হাত থেকে রক্ষা করুন। আমিন, সুম্মা আমিন।