নগরী বন্দর থানায় আজিজিয়া স্কুলের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম নগরীর বন্দরথানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর আজিজিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি কামরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত  উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৮নং ওয়ার্ডের কাউন্সিলর মহানগর আওয়ামী লীগের সদস্য গোলাম মোহাম্মদ চৌধুরী এসময় তিনি স্কুলের  কোমলমতি শিক্ষার্থী  শিশুদের মাঝে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণসহ ছাত্র  ছাত্রীদের উদ্দেশ্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত  ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি বর্তমান সহ সভাপতি এবং বন্দর থানা আওয়ামী লীগের সহসভাপতি শাহনেয়াজ চৌধুরী।

এসময় সেখানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিত ছিলেন,  স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সদস্য বর্তমান পিটিআই কমিটির সদস্য মোজাম্মেল হক চৌধুরী, স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল মোস্তফা স্যার, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য স্কুলের সিনিয়র শিক্ষক হাকিম স্যার, ইদ্রিস স্যার,স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সদস্য জান্নাতুর নূর,স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সহ সভাপতি মমতাজ বেগম, স্কুল ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য গুলনাহার, আইনউদ্দীন টিপু, সাইফুল, রওশন, নুরুল কবির বাবুল  সহ প্রমুখ।