নগরীর দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নগরীর দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৩ ইং  পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৫মার্চ , বুধবার সকালে স্কুল মাঠ প্রাঙ্গণে  প্রধান শিক্ষক মোঃ ইসমাইল এর সভাপতিত্বে এ বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানটি  অনুষ্ঠিত হয়।

জানা যায,  চট্টগ্রাম নগরীর ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডস্থ দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৩ইং  পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি প্রধান শিক্ষক মোঃ ইসমাইল এর সভাপতিত্বে অনুষ্ঠিত
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  হাজী সাহাব উদ্দিন বলেন, উচ্চ শিক্ষার্থে আগামী প্রজন্মকে অবশ্যই জ্ঞান ও সৃজনশীল কাজে এগিয়ে আসতে হবে। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন উৎসাহ মূলক চর্চায় মনোনিবেশ করতে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছে

উক্ত বিদায় অনুষ্ঠানে আরও বক্তব্য  রাখেন,  বিশেষ অতিথি পরিচালনা কমিটির সদস্য মোঃ নুরুল বশর, সিনিয়র শিক্ষক মোঃ ফজল করিম, সিনিয়র শিক্ষক মোঃ ওসমান গনি, বাবু মিলন কুমার চক্রবর্তী, শিক্ষক গোলাম মহিউদ্দিন।

শিক্ষার্থী সুমাইয়া ইসলাম ও হারিছা খানমের সঞ্চালনায় বিদায়  অনুষ্ঠানে আরো  উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক শিবির রঞ্জন ঘোষাল সরকার,শিক্ষীকা আনোয়ারা বেগম,হুমায় আরা বেগম, শিক্ষক বাবু শুভাশীষ নন্দী, শিক্ষক মোঃ ইলিয়াছ আলী, শিক্ষক মুনিরুল আনোয়ার এবং বিদায় শিক্ষার্থীদের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জান্নাতুল মীম ও শওকত হোসেনসহ প্রমূহ।

অনুষ্ঠানে দোয়া  পাঠ করার মধ্যে দিয়ে বিশেষ মোনাজাত  পরিচালনা করেন  সিনিয়র শিক্ষক মাওঃ মুক্তার আহমদ। এবং পরবর্তীতে  বিদ্যালয়ের স্কুল কমিটির সভাপতি হাজী মো: সাহাবদ্দিন স্কুলের পরবর্তী অনুষ্ঠানের কর্মসূচী ঘোষণা করে অনুষ্ঠান সমাপ্তি করেন।