চট্টগ্রাম নগরীর ইপিজেডে রমজান মাসে ক্রেতা সেবা ও নিরাপত্তা নিশ্চিত উপলক্ষে ইপিজেড থানা পুলিশ কর্তৃক ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ মার্চ মঙ্গলবার ইপিজেড থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিস কক্ষে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। 
থানা সূত্রে জানা যায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনায় নগরীর সিইপিজেড থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম ও থানা সেকেন্ড অফিসার আলতাফ হোসেনের উপস্থিতিতে ইপিজেড এলাকার সকল শপিং মার্কেটের ব্যবসায়ী ও মার্কেট কমিটির সাথে সমন্বয়ের মাধ্যমে আসন্ন পবিত্র মাহে রমজানে কিভাবে ক্রেতা সাধারণের সেবাসহ সকল বসবাসরত জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা যায় সে বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে চৌধুরী মার্কেট, বে – শপিং সেন্টার, শাহ প্লাজা সহ মহাজন ঘাটা মার্কেটের সকল ব্যবসায়ী ও কমিটির নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন এবং উক্ত সভায় ব্যবসীয়ারা প্রশাসনের সাথে খোলামেলা আলাপ আলোচনায় মাধ্যমে বিভিন্ন দিকনির্দেশনামূলক সম্যক বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরে। থানা কর্তৃপক্ষ মনোযোগ সহকারে এ বক্তব্য শুনেন এবং বিভিন্ন পরামর্শ দিয়ে তাদেরকে দায়িত্বের সহিত রমজান মাসে মার্কেটে সবধরনের আইনি সহায়তার বিষয়ে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন।






