মাদক সিন্ডিকেটের একজনকে আটক করেছে RAB-7 চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরীর বালুচরা এলাকার মাদক সিন্ডিকেটের একজন সদস্যকে মাদক বিক্রয়ের সময় আটক করেছে র‌্যাব-৭।

২০ কেজি গাঁজা এবং ৩০০ পিস ইয়াবাসহ গত ১১ মার্চ  ১৬৩০ ঘটিকার সময়  র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে   আসামী মোঃ জাহিদুল ইসলাম (২৫), পিতা- আবুল কাশেম, সাং- চাকমারডুরি, থানা- পেকুয়া, জেলা- কক্সবাজারকে আটক করা  হয়।

র‌্যাব-৭, সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন কুলগাঁও এলাকায় একটি ভাড়াকৃত ফ্ল্যাট বাসায় মাদকদ্রব্য গাঁজা রেখে ক্রয় বিক্রয় করছে। এ তথ্যের ভিত্তিতে  সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে এবং তার দেখানো একটি  ভাড়া নেওয়া ফ্ল্যাটের ১ নং রুমের ওয়ারড্রপ এর ভিতর হতে আসামীর নিজ হাতে  ১ টি সাদা প্লাষ্টিকের বস্তা ও ১ টি ট্রাভেল ব্যাগের ভিতর হতে ২০ কেজি গাঁজা ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট বাহির করিয়ে দেয়।

আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ তার সহযোগী অন্যান্য মাদক ব্যবসায়ীদের সহায়তায় কুমিল্লা জেলার সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে বলে জানায়।  উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৭ জানান।